১৭৫ রান তাড়া করতে নেমে কেউ যদি ৩৫-৪০ বলের মধ্যে ৯০ রানের ইনিংস খেলে ফেলে, তাহলে সেই ম্যাচটির আর কিছু থাকার কথা নয়। থাকলোও না। ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এবি ডি ভিলিয়ার্সের ঝড়ে ২ ওভার হাতে রেখেই ৬ উইকেটের ব্যবধানে জয়ের লক্ষ্যে পৌঁছে গেলো বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
Advertisement
রিশাভ পান্ত (৪৮ বলে ৮৫) এবং স্রেয়াশ আয়ারের (৩১ বলে ৫২) অসাধারণ দুটি ইনিংসের ওপর ভর করে ব্যাঙ্গালুরুর সামনে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রানের বড় ইনিংসের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় দিল্লি ডেয়ারডেভিলস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতই মনন ভোরার উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে ব্যাঙ্গালুরু।
এরপর কুইন্টন ডি কক আর বিরাট কোহলি মিলে আরও ২০ রান যোগ করে বিচ্ছিন্ন হয়ে যান। ১৬ বলে ১৮ রান করে আউট হন ডি কক। এরপর ডি ভিলিয়ার্সকে নিয়ে জুটি গড়েন কোহলি। মূলতঃ এ সময় ঝড়টা তুলে দেন ডি ভিলিয়ার্স। দু’জন মিলে ৬৩ রানের জুটি গড়েন। ২৬ বলে ৩০ রান করে আউট হয়ে যান বিরাট কোহলি। ২টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কা মারেন তিনি।
কোহলি আউট হওয়ার পর কোরি এন্ডারসন এবং মানদ্বীপ সিংকে নিয়ে মাঝারি মানের দুটি জুটি গড়েন ডি ভিলিয়ার্স। মূল কাজটি করেন মূলত ডি ভিলিয়ার্স নিজেই। ৩৯ বলে ৯০ রানে অপরাজিত থেকে যান ডি ভিলিয়ার্স। ১০টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার মারেন তিনি। আফসোস, রান আরো থাকলে হয়তো সেঞ্চুরিটাও করে ফেলতে পারতেন তিনি। ১৭ রানে অপরাজিত থাকেন মানদ্বীপ সিং।
Advertisement
১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, গ্লেন ম্যাক্সওয়েল এবং রিশাভ পান্ত।
আইএইচএস/