অর্থনীতি

শিল্পায়নের স্বার্থে গ্যাস-বিদ্যুৎ চায় এফবিসিসিআই

বিনিয়োগ ও শিল্পায়নকে ত্বরান্বিত করতে সরকার ইতোমধ্যে কিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছে। এসব সুবিধাকে কাজে লাগিয়ে শিল্পায়ন ত্বরান্বিত করতে হলে পর্যাপ্ত বিদ্যুৎ ও জ্বালানী সরবরাহ নিশ্চিত করতে হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতকালে এফবিসিসিআই-এর ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলম এসব কথা বলেন। এফবিসিসিআই-এর মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে এফবিসিসিআই-এর ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে ২২ সদস্যের এক ব্যবসায়ী প্রতিনিধিদল জ্বালানি সম্পর্কিত সমস্যা সমাধানের বিষয়ে আলোচনার জন্য  প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. আবুল কালাম আজাদের সঙ্গে তার কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মিসেস সুরাইয়া বেগম, এনডিসি উপস্থিত ছিলেন।এ সময় আবুল কালাম আজাদ ব্যবসায়ী প্রতিনিধিদল স্বাগত জানিয়ে বলেন, শত বাধা বিপত্তির মধ্যেও এ দেশ এবং দেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে যার পিছনে উল্লেখযোগ্য অবদান ব্যবসায়ী উদ্যোক্তাদের।সাক্ষাতকালে মাহবুবুল আলম বলেন, দেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং বিনিয়োগের ক্ষেত্রে বেসরকারিখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ বিনিয়োগ ও শিল্পায়নের ক্ষেত্রে অপার সম্ভাবনাময় দেশ হওয়া সত্ত্বেও অবকাঠামোগত সীমাবদ্ধতা বিশেষ করে পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে বিনিয়োগ ও শিল্পায়ন কাঙ্খিত হারে হচ্ছে না।তিনি বলেন, দেশের বিদ্যুতের চাহিদা মিটানোর জন্য সরকার ইতিমধ্যে বেশকিছু ইতিবাচক উদ্যোগ গ্রহণ করায় জনগণ এর সুফল পাচ্ছে। তবে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না থাকায় শিল্প প্রতিষ্ঠানগুলো পূর্ণ উৎপাদনে যেতে পারছে না। এ কারণে এসব প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যাংকের অর্থায়ন ঝুঁকির মুখে পড়ছে। এমএম/আরএস/আরআইপি

Advertisement