বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) একটি প্রকল্পে ৪টি পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ২০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
Advertisement
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)প্রকল্পের নাম: বিসিএসআইআরের আইএমএমএমে খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্র প্রতিষ্ঠাকরণ
পদের নাম: সিনিয়র সায়েন্টেফিক অফিসারপদসংখ্যা: ০২ জনশিক্ষাগত যোগ্যতা: ভূতত্ত্ব/ভূতত্ত্ব ও খনিবিদ্যায় এমএসসিঅভিজ্ঞতা: ০৩ বছরবয়স: ২০ মে ২০১৮ তারিখে অনূর্ধ্ব ৩২ বছরবেতন: ৫১,২০০ টাকা।
পদের নাম: সায়েন্টেফিক অফিসারপদসংখ্যা: ০২ জনশিক্ষাগত যোগ্যতা: ভূতত্ত্ব/ভূতত্ত্ব ও খনিবিদ্যা/পরিবেশ বিজ্ঞানে এমএসসিবয়স: ২০ মে ২০১৮ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছরবেতন: ৩২,৩০০ টাকা।
Advertisement
পদের নাম: সায়েন্টেফিক অফিসারপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/এমএসসি/এমএসবয়স: ২০ মে ২০১৮ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছরবেতন: ৩২,৩০০ টাকা।
পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে বিকমবয়স: ২০ মে ২০১৮ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছরবেতন: ২৪,৭০০ টাকা।
চাকরির ধরন: অস্থায়ী
আবেদনের ঠিকানা: প্রকল্প পরিচালক, বিসিএসআইআরের আইএমএমএমে খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্র প্রতিষ্ঠাকরণ শীর্ষক উন্নয়ন প্রকল্প, বিসিএসআইআর, সায়েন্স ল্যাবরেটরি রোড, খনজনপুর, জয়পুরহাট-৫৯০০।
Advertisement
আবেদনের শেষ সময়: ২০ মে ২০১৮
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ২১ এপ্রিল ২০১৮
এসইউ/আরআইপি