হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা ও মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২৯ সেপ্টেম্বর থেকে আগামী ১০ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন দিনাজপুরের হিলি স্থলবন্দরে ছুটি ঘোষনা করা হয়েছে। আজ সোমবার থেকে এ ছুটি কার্যকর হবে। এ সময় ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে ইমিগ্রেশন বিভাগ চালু থাকবে।হিলি কাষ্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদ জানান, দুই ধর্মীয় উৎসব পালন উপলক্ষে বন্দরে ছুটি পালনের বিষয়ে ভারতের হিলি এক্সপোর্টার এন্ড কাষ্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাথে বৈঠকে ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়।বিষয়টি উভয়পক্ষের মধ্যে চিঠির মাধ্যমে অবগত করা হয়েছে। ১২দিনের ছুটি শেষে ১১ অক্টোবর থেকে বন্দরে আমদানি-রপ্তানির কাজ আবারও চালু করা হবে বলেও জানান তিনি।বন্দরের সহকারি কমিশনার মহিববুর রহমান জানান, ব্যবসায়ীরা ২৯ সেপ্টেম্বর থেকে আগামী ১০ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করলেও সরকারি ছুটি শুরু না হওয়া পর্যন্ত কাষ্টমস কার্যালয় খোলা থাকবে।
Advertisement