নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল শিল্পাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য (লে অফ) বন্ধ ঘোষণাকৃত রফতানিমুখী ক্যাডটেক্স গামের্ন্টস আগামী ২ দিনের মধ্যে খুলে দেয়ার আলটিমেটাম দিয়েছেন শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে ফতুল্লার কাঠেরপুলের বালুরমাঠে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনকালে তারা এ আলটিমেটাম দেন। জানা গেছে, রোববার সকালে হঠাৎ করে কারখানার বাইরে মূল ফটকে কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে উঠে। ওই সময়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে শিল্প পুলিশ শ্রমিকদের শান্ত করে। তবে শ্রমিকদের অভিযোগ, তাদের নোটিশ পড়ার আগেই পুলিশ শ্রমিকদের সরিয়ে দেয়। কারখানাটিতে ৭ থেকে ৮ হাজার শ্রমিক রয়েছে। পরে ৪০৫ জন শ্রমিককে ছাঁটাই করে মালিকপক্ষ। এর প্রতিবাদে সোমবার রাতে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় জেলা শ্রমিক কর্মচারী ঐক্যজোটের কার্যালয়ে শ্রমিকরা সমবেত হলে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কাউসার আহম্মেদ পলাশ। এ সময় পলাশ মালিকপক্ষের উদ্দেশ্যে দুইদিনের আলটিমেটাম দেন। আর মঙ্গলবার দুপুরে কাঠেরপুল এলাকায় একটি সমাবেশের মাধ্যমে ২য় দফায় আল্টিমেটাম দেয়া হয়।কাউসার আহম্মেদ পলাশ জাগো নিউজকে জানান, বিকেএমইএ’র সভাপতি সংসদ সদস্য সেলিম ওসমান বর্তমানে দেশের বাইরে আছেন। আমি বিকেএমইএ’র নেতৃবৃন্দের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি যাতে ৪৮ ঘণ্টার মধ্যে গামের্ন্টসের বিদ্যমান সমস্যা সমাধান করে কারখানাটি খুলে দেয়া হয়। নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার শামীমুর রহমান জাগো নিউজকে বলেন, শ্রম আইনের ১৩ এর ১ ধারায় কারখানা বন্ধ করা হয়েছে। এ বিষয়ে মালিকপক্ষ আমাদের কাছে লিখিত নথি দিয়েছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। মো. শাহাদাৎ হোসেন/এসএস/আরআইপি
Advertisement