বিনোদন

দিতির মস্তিষ্কে অস্ত্রোপচার হচ্ছে

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা দিতি ব্রেন টিউমারে আক্রান্ত। চিকিৎসার জন্য তিনি এখন চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালে ভর্তি রয়েছেন।সকালে ফেসবুকে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার। তিনি জানান, দিতি’র ব্রেনে টিউমার হয়েছে। মঙ্গলবার তার অপারেশন হবার কথা রয়েছে। তবে অপারেশনের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।তিনি বলেন, চিকিৎসকরা বলেছেন অপারেশন সফল হলে দিতি আবারো সুস্থ হয়ে উঠবেন। দিতি দেশবাসীর দোয়া চেয়েছেন। সম্প্রতি ঈদের কয়েকদিন আগে হঠাৎ করেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দিতি। তাৎক্ষণিকভাবে ঢাকায় চিকিৎসা করালেও উন্নত চিকিৎসার জন্য ২৫ জুলাই ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিলো। বর্তমানে দিতির সঙ্গে চেন্নাইয়ে অবস্থান করছেন মেয়ে লামিয়া, কানাডাপ্রবাসী ছেলে দীপ্ত ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার।এলএ/আরআইপি

Advertisement