খেলাধুলা

মোহামেডানের ‘কালো চিতা’ মনু আর নেই

মোহামেডানের ‘কালো চিতা’ মনু আর নেই

মোহামেডানের সমর্থকদের কাছে ‘কালো চিতা’ খ্যাত মনির হোসেন মনু আর নেই। আজ দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) লিভার সিরোসিসে ভুগে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন আশির দশকের তুখোড় এ ফুটবলার।

Advertisement

গত বছরের ১২ জুলাই লিভার সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন এ ফুটবলার। পরে সুস্থ হয়ে বাসায়ও ফিরে গিয়েছিলেন। কিন্তু চলতি বছর আবার একই রোগে আবারও হাসপাতালে ভর্তি হন। তবে এবার আর সেই হাসি মুখে বাড়ি ফেরা হল না।

মনুর নাম শুনলেই ঢাকার দর্শকদের মনে পড়ে যায় আশির দশকের মাঝামাঝি সময়ের কথা। প্রচণ্ড গতি দিয়ে নিজেকে আলাদা করে চিনিয়েছিলেন এই রাইট উইঙ্গার। আবাহনীর বিপক্ষে অবিশ্বাস্য এক গোল করে মনু চিরস্থায়ী হয়েছেন মোহামেডান সমর্থকদের মনে। ওই গোলটি মোহামেডানকে এনে দিয়েছিল ৩ বছর পর লিগ শিরোপা। ১৯৮৭ সাল পর্যন্ত মোহামেডানে খেলেন। ১৯৮৮ সালে চলে যান ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবে। তবে চোট সমস্যা বড় হতে দেয়নি তার ফুটবল ক্যারিয়ার।

এমআর/এমএস

Advertisement