রাজনীতি

‘নির্বাচনী প্রচারণায় সংসদ সদস্যদের অংশগ্রহণ অগণতান্ত্রিক’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন জরুরি বৈঠক করে স্থানীয় সরকার নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণায় অংশ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। যখন সুষ্ঠু নির্বাচন নিয়ে এতো অবিশ্বাস ও সন্দেহ সেখানে এমন আলোচনা অপ্রাসঙ্গিক ও উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচন একপেশে করতেই আওয়ামী লীগের চাপে নির্বাচন কমিশন এসব করছে।

Advertisement

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সকল কারাবন্দির মুক্তির দাবি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথিরর বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যখন নির্বাচন নিয়ে সন্দেহ তখনই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হলো। এরপর স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনেও একপেশে ক্ষমতালাভের আশায় সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারণায় পাঠানোর সিদ্ধান্ত অগণতান্ত্রিক; যা সভ্য কোনো দেশে নেই।

তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনী আবহাওয়ার উপর আস্থা নেই। নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নিজস্ব চিন্তায় সব কিছু করতে চায়। তাদের চিন্তা ক্ষমতা দখলের প্রক্রিয়া থাকবে শুধু নির্বাচন থাকবে না। নির্বাচন নিয়ে আওয়ামী লীগ যা করছে তা জনগণ মেনে নেবে না।

Advertisement

শেখ হাসিনা বলছেন, তারেক জিয়াকে নাকি দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তারেক জিয়া গণতন্ত্রে বিশ্বাসী যুক্তরাজ্যে আছে। আর যুক্তরাজ্য জানে বাংলাদেশে একটি স্বৈরশাসক গোষ্ঠী ক্ষমতায়। তারেক জিয়াকে দেশে ফেরত আনার বক্তব্য ধোকা ছাড়া কিছু নয়।

একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন? ভেবেছেন বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করবেন? বিএনপি চেয়ারপারসন নির্বাচন নিয়ে সব চেয়ে বেশি আগ্রহী। সে কারণে তাকে জেলে পাঠিয়েছেন। নির্বাচনে বিএনপি যাবে। খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সংসদ ভেঙে দিয়ে হাসিনাকে সরিয়ে দিতে হবে।

আওয়ামী লীগ নিজেই নিজের কবর খুঁড়ছে উল্লেখ করে আলাল বলেন, কারাগারে বালিশ যাচ্ছে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাঠান কোনো সমস্যা নেই। বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠান। কারাগার থেকে ওই বালিশেই ভর করে ক্ষমতায় যাবে বিএনপি।

জেইউ/এনএফ/এমএস

Advertisement