আন্তর্জাতিক

সিরিয়ায় ইরাকের বিমান হামলা

সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইরাক। প্রতিবেশী দেশটিতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ভয়াবহ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। খবর আল জাজিরা।

Advertisement

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী মাত্র কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছিলেন যে, ইরাকের নিরাপত্তার ক্ষেত্রে জঙ্গিরা হুমকি হিসেবে দেখা দিলে তার দেশ সেক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেবে।

নিজেদের ভূখণ্ডের সুরক্ষার জন্যই এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন হায়দার আল আবাদী। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ইরাকের এফ-১৬ যুদ্ধবিমান সিরিয়ার সীমানা অতিক্রম করে আইএসের ঘাঁটিতে অভিযান চালায়। এসব হামলায় ইরাকি বাহিনীকে সহায়তা করেছে আসাদ বাহিনী।

ওই বিবৃতিতে জানানো হয়েছে, আইএসের বিপজ্জনক ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়েছে। ইরাকি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, পুরো অভিযানে সহযোগিতা করেছে সিরীয় বাহিনী। গত বছরই আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি বাহিনীর জয়ের ঘোষণা দেন হায়দার আল আবাদী। কিন্তু ইরাকের সঙ্গে সিরিয়ার সীমান্তে আইএসের হুমকি এখনও অব্যাহত রয়েছে।

Advertisement

টিটিএন/এমএস