খেলাধুলা

অনেকে আমাকে এখন বুড়ো ভাবে : গেইল

ক্রিস গেইল মানেই ছয়-চারের ফুল ঝুড়ি। সারা পৃথিবী জুড়ে এই দানবীয় ক্রিকেটার টি-টোয়েন্টি ফেরি করে বেড়ান। গেইল উইকেটে থাকা মানেই দর্শকদের মধ্যে বাড়তি রোমাঞ্চ। কিন্তু এই ক্রিস গেইলকেই আইপিএলে কোনো দল কিনতে চায়নি! নিলামে তৃতীয় ডাকে গেইলকে দলে ভেড়ায় প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু মৌসুমের প্রথম দুই ম্যাচে বেঞ্চেই বসিয়ে রাখা হয় ক্যারিবিয়ান এই দানবকে।

Advertisement

চেন্নাইয়ের বিপক্ষে প্রথমবার মাঠে নেমে তুলে নেন হাফ সেঞ্চুরি। আর দ্বিতীয় ম্যাচে তুলে নিলেন আইপিএলের চলতি মৌসুমে প্রথম সেঞ্চুরি। সেঞ্চুরির পর আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজিকে খোঁচা মেরে গেইল বলেন, অনেক লোক আছে যারা আমাকে এখন বুড়ো ভাবে।'

সেঞ্চুরির পর গেইল বলেন, ‘অনেকে আমাকে বুড়ো ভাবে, তবে আমার মনে হয় না নতুন করে কিছু প্রমাণ করার আছে। আজকের সেঞ্চুরিটি আমার মেয়েকে উৎসর্গ করছি। আগামীকাল তার জন্মদিন।’

নিজের এমন পারফরমেন্স নিয়ে গেইল আরও বলেন, ‘পাঞ্জাবে যোগ দেওয়ার পর শেবাগ আমাকে বলেছিল যোগব্যয়াম করতে। এটাই হয়তো আমার পারফর্মেন্সের রহস্য।’

Advertisement

ক্রিস গেইলের ৬৩ বলে ১০৪ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ৩ উইকেটে ১৯৩ রান তুলেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। জবাবে ৪ উইকেটে ১৭৮ রানে থেমে যায় হায়দরাবাদের ইনিংস। ম্যাচটি ১৫ রানে জিতে নেয় গেইলের পাঞ্জাব।

এমআর/এমএস