মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনী ও দৌলতপুর মৌজার তিন ফসলি জমিতে প্রস্তাবিত ৩৫০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবিতে মহাসমাবেশ করেছে এলাকাবাসী।
Advertisement
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ষোলআনী গ্রামে উপজেলার কয়েকটি পরিবেশবাদী সংগঠন, সচেতন নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের যৌথ উদ্দেগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ষোলআনী-দৌলতপুরসহ উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় হাজার ছয়েক জনসাধারণ মহা সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মাননীয় প্রধান মন্ত্রী বলেছেন- তিন ফসলি জমিতে কয়লা বিদ্যুৎ প্রকল্প করা হবে না তবে কেন এখানকার তিন ফসলী জমিতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র বানানোর উদ্যোগ নেয়া হচ্ছে। বিষয়টি সুরাহার জন্য তারা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনী ও দৌলতপুর মৌজার তিন ফসলি জমির পরিবর্তে প্রকল্পটি অন্যত্র সড়িয়ে নিতে সরকারের প্রতি দাবি জানান।
বিশিষ্ট শিল্পপতি এফএম আবু-তাহেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- বিশিষ্ট সমাজসেবক সফিউল্লাহ দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা গাফফার মেম্বার, আলহাজ লতিফ মাস্টার, মিন্টু মাস্টার, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হক দর্জী, ইমানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মোস্তফিজুর রহমান, সব্রক ইউপি সদস্য সৈয়দ আহমেদ, আয়েশা তামান্না প্রমুখ।
Advertisement
ভবতোষ চৌধুরী নুপুর/আরএ/জেআইএম