খেলাধুলা

অপরাজিত থাকার মিশন সাকিবদের সামনে

চলতি মৌসুমে দুর্দান্ত শুরু করেছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। এখনো পর্যন্ত টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল তারাই। বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাবে মাঠে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে হায়দরাবাদ। তিন ম্যাচ খেলে একটিতে পরাজিত হলেও ঘরের মাঠের দুইটিতেই জিতেছে পাঞ্জাব।

Advertisement

তাই নিজেদের চতুর্থ ম্যাচে সাকিবদের সামনে থাকছে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখার চ্যালেঞ্জ। এক্ষেত্রে পাঞ্জাবের মাঠে হায়দরাবাদের অতীত ইতিহাস নিশ্চিতভাবেই অনুপ্রাণিত করবে সাকিব-রশিদদের। মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে এখনো পর্যন্ত চার ম্যাচ খেলে সবকয়টিতেই জিতেছে হায়দরাবাদ।

অন্যদিকে ঘরের মাঠে নিজেদের অতীত ইতিহাস মোটেও সুখকর নয় প্রীতি জিন্তার দলের জন্য। আইপিএলের শুরু থেকে এখনো পর্যন্ত মোহালিতে ৪৮ ম্যাচ খেলে মাত্র ২৪টিতে জিতেছে পাঞ্জাব। যার দুইটিই আবার চলতি আসরে। তবে চলতি আসরের এই দুইটি জয়ই আবার আত্মবিশ্বাসী করে তুলেছে পাঞ্জাবকে।

এর সাথে লোকেশ রাহুলের মতো দায়িত্বশীল ব্যাটিং, ক্রিস গেইল নামক এক ঝড় এবং রবিচন্দ্রন অশ্বিন-মুজিবুর রহমানদের নিয়ে গড়া বোলিং আক্রমণ, চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সাকিব আল হাসানদের। তবে কম যান না সাকিবরা। ব্যাট হাতে ফর্মে থাকা শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসনদের সাথে বল হাতে ভুবনেশ্বর কুমার, রশিদ খানদের দুর্দান্ত পারফরম্যান্স এবং সাকিব আল হাসানের অলরাউন্ডিং ভূমিকা যোজন যোজনে এগিয়ে রেখেছে হায়দরাবাদকে।

Advertisement

ফলে আজ রাতে নিজেদের অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখার মিশনে এগিয়েই থাকবেন সাকিব আল হাসানরা। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এসএএস/এমএমআর/জেআইএম