যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে কমনওয়েলথভুক্ত রাষ্ট্র প্রধানদের বৈঠকে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যার দিকে সভাস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
Advertisement
এদিকে, রাতে ৯১ বছর বয়সী ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলভুক্ত ৫৩ দেশের প্রতিনিধিদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন। ওই নৈশভোজের আগে বাকিংহাম প্যালেসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠকে বসার কথা রয়েছে।
স্থানীয় সময় সন্ধ্যায় ২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন তারা।
ভারতীয় সরকারি সংবাদসংস্থা পিটিআই এক প্রতিবেদনে বলেছে, গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নয়াদিল্লিতে প্রথমবারের মতো নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয়। ওই বৈঠকের দীর্ঘদিন পর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বৈঠকে বসছেন প্রতিবেশী দেশের এ দুই রাষ্ট্রপ্রধান।
Advertisement
তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির সঙ্গে মোদির বৈঠকে বসার সম্ভাবনা নেই বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
সূত্র : পিটিআই।
এসআইএস/জেআইএম
Advertisement