যত্রতত্র রাস্তা পারাপার, বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও ট্রাফিক আইন লঙ্ঘন বন্ধে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চলছে।
Advertisement
ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে কারওয়ান বাজার আন্ডারপাস ও মোড়ে এ অভিযান শুরু হয়।
ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।
তিনি বলেন, রাজধানীতে প্রায় সময় চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালায়। তাদের মধ্যে ওভার টেকিংয়ের প্রবণতা প্রবল। এতে প্রাণহানিসহ অঙ্গহানি হচ্ছে। মূলতঃ ট্রাফিক আইন লঙ্ঘন করে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিরুদ্ধে এ অভিযান চালানো হচ্ছে।
Advertisement
জেইউ/এএইচ/জেআইএম