খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে এবার বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে কোম্পানির শেয়ার হোল্ডারের মালিক হওয়ার তথ্য হলফনামায় গোপনের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক। বুধবার খুলনা বিভাগীয় কমিশনার বরাবর লিখিতভাবে এ অভিযোগ করেন তিনি। খুলনা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
এর আগে গত সোমবার আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে তার মনোনয়ন বাতিলের দাবি জানান বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। রিটার্নিং অফিসারের কাছে তিনি এ লিখিত অভিযোগ দাখিল করেন। যার শুনানি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
এদিকে তালুকদার খালেক তার অভিযোগ পত্রে উল্লেখ করেন, বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধনকৃত খুলনা প্রোপার্টিজ লিমিটেডের একজন শেয়ার হোল্ডার। তিনি ওই কোম্পানির এক হাজার ৪শ শেয়ারের মালিক। এই তথ্যটি তিনি তার হলফনামায় গোপন করেছেন। এটিকে মনোনয়নপত্র বাতিলযোগ্য অপরাধ বলে আমি মনে করি।
এ সময় তিনি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর মনোনয়ন পত্র বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও অনুরোধ করেন।
Advertisement
আলমগীর হান্নান/এফএ/আরআইপি