টোয়াব আয়োজিত বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বিটিটিএফ-এ ইউএস-বাংলা এয়ারলাইন্স মেলা উপলক্ষে আকর্ষণীয় মূল্যছাড় ঘোষণা করেছে। মেলায় আন্তর্জাতিক রুটে যেকোনো ভাড়ার ওপর ২৫ শতাংশ পর্যন্ত এবং অভ্যন্তরীণ রুটে ভাড়ার ওপর ১০ শতাংশ মূল্যছাড় ঘোষণা করেছে।
Advertisement
আগামী ১৯ থেকে ২১ এপ্রিল ২০১৮ পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স মেলায় আগত পর্যটকদের জন্য আন্তর্জাতিক রুট বিশেষ করে ঢাকা-ব্যাংকক-ঢাকা ন্যূনতম ১৫ হাজার ৪২৩ টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ২০ হাজার ৬৭৭ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ২২ হাজার ৪২৫ টাকা, ঢাকা-গুয়াংজু-ঢাকা ৩৬ হাজার ২৭৩ টাকা, ঢাকা-মাস্কাট-ঢাকা ৩৭ হাজার ২৭১ টাকা, ঢাকা-দোহা-ঢাকা রুটে ৩৬ হাজার ৮৪৮ টাকা, ঢাকা-কলকাতা-ঢাকা ৯ হাজার ৮৯৩ টাকা এবং চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম ১০ হাজার ৪১৪ টাকা ভাড়া নির্ধারণ করেছে। বাংলাদেশের একমাত্র বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা দেশের প্রত্যেকটি চালু বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করে থাকে। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে। মেলায় ইউএস-বাংলা এয়ারলাইন্স টিকিট ছাড়াও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে আকর্ষণীয় হলিডে প্যাকেজ ঘোষণা করেছে। মেলা উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ভাড়ার ওপর মূল্যছাড় একমাত্র মেলার স্টল থেকেই সংগ্রহ করা যাবে।
আরএম/এমআরএম/আরআইপি
Advertisement