দেশজুড়ে

বাগেরহাটে ২৪১টি রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেল আটক

বাগেরহাট জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪১টি রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেল আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল আটক করা হয়।বাগেরহাট জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট এম কামরুল ইসলাম জাগো নিউজকে জানান, বিশেষ এই অভিযানে ট্রাফিক পুলিশের পাশাপাশি জেলার নয় থানার পুলিশ ড্রাইভিং লাইসেন্স না থাকায় তিন শতাধিক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।বাগেরহাট পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা জাগো নিউজকে জানান, রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেলের বিরুদ্ধে গত ১৫ জুলাই থেকে জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। মঙ্গলবার পর্যন্ত এই অভিযানে ২৪১টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক এবং ১০৮টি মামলা দায়ের করা হয়। রেজিস্ট্রেশন না করা পর্যন্ত আটক মোটরসাইকেলগুলো কোনোভাবেই ছাড়া হবে না জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনা এবং অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।এদিকে, জেলা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যাদের মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নেই, তাদেরকে অতিসত্বর রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।রেজিস্ট্রেশনের জন্য জমাকৃত টাকার রশিদ কাছে থাকলে উক্ত মোটরসাইকেলটি অভিযানের আওতামুক্ত থাকবে। মোটরসাইকেল ক্রয়ের সময় থেকেই তা রেজিস্ট্রেশন পূর্বক চালানোর জন্য পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।শওকত আলী বাবু /এমজেড/আরআইপি

Advertisement