জাতীয়

ইন্দোনেশিয়ায় যাচ্ছে ‘সমুদ্র অভিযান’

আন্তজার্তিক নৌ মহড়ায় অংশ নিতে ইন্দোনেশিয়ার উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছে বাংলাদেশ নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ ‘সমুদ্র অভিযান’।

Advertisement

ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে সাত দিনব্যাপী বহুজাতিক মহড়ায় অংশ নিতে বুধবার চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে সমুদ্র অভিযান। আগামী ৪-৯ মে মহড়া চলবে। নৌ বাহিনীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লম্বক দ্বীপে ‘মাল্টি ল্যাটারাল এক্সারসাইজ কমোডো’ এর বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে জাহাজটি। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম মনিরুজ্জামানের নেতৃত্বে প্রক্ষিণার্থী কর্মকর্তাসহ মোট ২৬৯ জন সদস্য এ সফরে অংশ নিচ্ছেন।

জাহাজটি যাত্রাপথে আগামী ২৪-২৭ এপ্রিল মালয়েশিয়ার পোর্ট ক্লাং-এ এবং দেশে ফেরার পথে ১৬-২০ মে থাইল্যান্ডের ফুকেট বন্দরে শুভেচ্ছা সফর করবে। সফর শেষে ২৫ মে দেশে ফিরবে সমুদ্র অভিযান।

Advertisement

আবু আজাদ/এএইচ/জেআইএম