রাঙ্গামাটি সদর উপজেলার একটি গোপন আন্তানা থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর ৪টায় উপজেলার বালুখালী ইউনিয়নের কাইন্দা এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্রগুলো উদ্ধার করে।
Advertisement
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- দুটি ৭.৬২ মি.মি. এসএমজি, একটি অ্যাসল্ট রাইফেল, দুটি পিস্তল, ১৬ রাউন্ড গুলি,দুটি এসএমজির ম্যাগাজিন, একটি অ্যাসল্ট রাইফেলের ম্যাগাজিন , দুটি পিস্তলের ম্যাগাজিন ও একটি সিলিং।
সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলের সশস্ত্র শাখার একটি গ্রুপ পাহাড়ের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যকলাপসহ বিভিন্ন ধরণের নাশকতা চালানোর জন্য এসব অস্ত্র মজুদ করেছিল। গোপন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভোর রাতে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাটিতে অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসব অস্ত্র উদ্ধার করে।
ঘটনার সত্যতা স্বীকার করে রাঙ্গামাটি সেনা রিজিয়ন সূত্র জানায়, যে কোনো সন্ত্রাসী কার্যকলাপ ও নাশকতা এড়াতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Advertisement
আরএআর/এমএস