প্রবাস

প্রধানমন্ত্রীর আগমনে সরব ইউরোপ আ.লীগের নেতারা

২৫তম কমনওয়েলথ সম্মেলন শুরু হয়েছে। ৫২ দেশের রাষ্ট্র প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেছেন। বেলা ১১টার দিকে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার এবি এর সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

Advertisement

পরবর্তীতে বিকেলে মঙ্গলবার লন্ডনে ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে (ওডিআই) সেমিনারে বাংলাদেশের উন্নয়ন, সম্ভাবনা ও রোহিঙ্গা সঙ্কটসহ নানা বিষয়ে কথা বলেন।

আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক বিষয় নিয়ে কর্মরত ওডিআই বিশ্বের নেতৃস্থানীয় থিংক ট্যাঙ্ক হিসেবে বিবেচিত হয়ে থাকে। ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট স্টোরি : পলিসি, প্রগেস অ্যান্ড প্রসপেক্টস’ শীর্ষক সেমিনারের সঞ্চালনা করেন ওডিআইয়ের নির্বাহী পরিচালক অ্যালেক্স থিয়ের।

এ সময় লন্ডনের সম্মেলন কেন্দ্রের বাইরে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও ইউরোপিয়ান আওয়ামী লীগ এবং বিভিন্ন দেশ থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ-এর সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক উপস্থিত ছিলেন।

Advertisement

এছাড়া উপদেষ্টা জালাল উদ্দিন, সহ-সভাপতি সৈয়দ মোয়াজ্জেম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য ছাত্রলীগ-এর সভাপতি তামিম আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত জয় প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

ইউরোপিয়ান আওয়ামী লীগ-এর সভাপতি অনিল দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক এম এ গনি, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ডেনমার্ক আওয়ামী লীগ- এর সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, ফ্রান্স আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান নেতারও উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হোটেল ক্লারিজে-এর স্যুটে যুক্তরাজ্য আওয়ামী লীগ-এর সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপদেষ্টা শামসুদ্দিন খান, জালাল উদ্দিন, ইউরোপিয়ান আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক এম এ গনি, যুক্তরাজ্য আওয়ামী লীগ-এর যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, আনোয়ারুজ্জামান চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগ-এর সভাপতি বেনজির আহমেদ সেলিম, সহ-সভাপতি এম এ কাশেম, ইউরোপিয়ান আওয়ামী লীগ-এর যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবর রহমান, ডেনমার্ক আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, স্পেন আওয়ামী লীগ সভাপতি আখতার হোসেন, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুরুল হাসান চৌধুরী, আওয়ামী আইনজীবী পরিষদ সাধারণ সম্পাদক ডাল্টন তালুকদার সৌজন্য সাক্ষাৎ করেন।

এমআরএম/জেআইএম

Advertisement