খেলাধুলা

জহিরুল-আরিফুলের জোড়া সেঞ্চুরি

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচে ব্যাটসম্যানদের দাপট চলছে। জহিরুল ইসলাম আর আরিফুল হকের জোড়া সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪১৫ রানে অলআউট হয়েছে নর্থ জোন। জবাবটা মন্দ দিচ্ছে না ইস্ট জোনও। দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটেই তারা তুলে ফেলেছে ১১০ রান।

Advertisement

৫ উইকেটে ২০৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল নর্থ জোন। জহুরুল ইসলাম ৪৩ আর আরিফুল হক ১৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন। সেখান থেকে সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই ব্যাটসম্যানই। ষষ্ঠ উইকেটে তারা গড়েছেন ১৮৪ রানের বড় জুটি।

শেষপর্যন্ত মুমিনুল হকের শিকার হয়ে ১১৩ রানে থেমেছে জহিরুলের ইনিংসটি। ২৩৮ বল মোকাবেলায় ১২ বাউন্ডারিতে এই ইনিংসটি সাজান ডানহাতি এই ব্যাটসম্যান। এরপর সেঞ্চুরি তুলে নেন আরিফুলও। আবু জায়েদের বলে আউট হওয়ার আগে ২০১ বলে ৭ চার আর ১ ছক্কায় ১০১ রান করেন তিনি।

ইস্ট জোনের পক্ষে ৯১ রানে ৪টি উইকেট নিয়েছেন সোহাগ গাজী। ২টি উইকেট নেন মোহাম্মদ আশরাফুল।

Advertisement

ব্যাট হাতে জবাবটা ভালোই দিচ্ছে ইস্ট জোন। দুই ওপেনার তাসামুল হক আর লিটন দাস ২৭ ওভার পার করে দিয়েছেন বিনা বাধায়। এই যুগল এখনও অবিচ্ছিন্ন আছেন ১১০ রানে। লিটন ৫২ আর তাসামুল ৪৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

এমএমআর/জেআইএম