টাঙ্গাইলের দেলদুয়ারের গৃহবধূ মারিয়া আক্তার পাপিয়া (২৯) হত্যা মামলার প্রধান আসামি মীর মনিরকে (৩০) গ্রেফতার করেছে দেলদুয়ার থানা পুলিশ।
Advertisement
বুধবার দুপুরে তাকে উপজেলার নাটিয়াপাড়া থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মীর মনির (৩০) উপজেলার ডুবাইল ইউনিয়নের ডুবাইল উত্তর পাড়া গ্রামের মীর সমেজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৭ নভেম্বর বিষপানে মনিরের স্ত্রী পাপিয়ার মৃত্যু হয়। তবে পাপিয়ার বাবা-মায়ের অভিযোগ শারীরিকভাবে নির্যাতন ও পরিকল্পিতভাবে বিষ খাইয়ে পাপিয়াকে হত্যা করা হয়েছে।
এ অভিযোগের ভিত্তিতে পাপিয়ার মা পারভিন বেগম বাদী হয়ে গত ১ জানুয়ারি টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাপিয়ার স্বামী মীর মনির হোসেন (৩০), শাশুড়ি মমতাজ বেগম (৫০), শ্বশুর মীর সমেজ (৫০), সুমা আক্তার (১৯), সুমি আক্তারকে (২২) আসামি করে একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে মামলার প্রধান আসামি ও স্বামী মীর মনির পলাতক ছিলেন।
Advertisement
দেলদুয়ার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, উপজেলার নাটিয়াপাড়া এলাকা থেকে বুধবার দুপুরে মীর মনিরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।
আরিফ উর রহমান টগর/এএম/এমএস