শিক্ষা

বঙ্গবন্ধু, বাংলাদেশ ও স্বাধীনতা এক অবিচ্ছেদ্য : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেন, বাঙালির হাজার বছরের জাতীয় মুক্তির আন্দোলন, সংগ্রাম ও স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুকে ধারণ করে ৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৬ এর ছয় দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যূত্থান ও ৭০ এর নির্বাচনে বিপুল বিজয় ও ৭১ এর মার্চের অসহযোগ আন্দোলন শেষে ২৬ শে মার্চ সরাসরি স্বাধীনতার ঘোষণা ও নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের কাক্ষিত স্বাধীনতা এনে দিয়েছে। তাই বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আমাদের স্বাধীনতা এক ও অবিচ্ছেদ্য সত্ত্বা।মঙ্গলবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হলরুমে কলেজ শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।জাতীয় বিশ্ববিদ্যালয়ে `স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস` বিষয়ক কর্মশালায় বিভিন্ন কলেজের ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ১২০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ কোর্স উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন।                    আমিনুল ইসলাম/এআরএ/পিআর

Advertisement