জাতীয়

সাকার রায় : চাপ আছে চাপ নেই

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় নিয়ে আদালতের ওপর একটি মহল চাপ প্রয়োগ করছে বলে মন্তব্য করেছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, চাপ থাকর প্রশ্নই ওঠে না। আমি মনে করি কোন চাপ নেই বরং সাকার পরিবার অপকৌশলের আশ্রয় নিয়েছেন।মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতির নিজ কক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এই কথা বলেন। অন্যদিকে অ্যাটর্নি নিজ কার্যালয়ে এর পাল্টা জবাব দেন সাংবাদিকদের।খন্দকার মাহবুব বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন আদালত অবমাননার সমতুল্য। তিনি বলেন- যেখানে মামলা আদালতে বিচারাধীন সে অবস্থায় ফাঁসির দাবিতে স্লোগান দেওয়া, অবস্থান করা আদালত অবমাননার সমতুল্য।খন্দকার মাহবুব বলেন, আসামিকে ফাঁসি দিতে গণজাগরণ মঞ্চ রাজপথে নেমেছে। ‘আমি অবাক হই যে দেশে বিন্দুমাত্র আইনের শাসন আছে সেখানে একটি বিচারাধীন মামলায় সাজা কি ধরনের হবে? রাজপথে পুলিশি প্রটেকশন নিয়ে একটি বিশেষ গোষ্ঠী ফাঁসি চাচ্ছে। সুপ্রিমকোর্ট এ বিষয়ে কঠোর মনোভাব দেখাবেন বলে আশা করেন তিনি। তিনি অভিযোগ করেন, গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন মহলকে দিয়ে সাকা চৌধুরীর ফাঁসি দিতে সরকার আদালতের ওপর চাপ প্রয়োগ করছে। তবে আমরা বিশ্বাস করি আপিল বিভাগ সকল চাপ উপেক্ষা করে ন্যায়বিচার করবেন এবং এ মামলা থেকে সাকা চৌধুরীকে খালাস দেবেন।তিনি আরো বলেন, আমরা আদালতে বিশেষভাবে বলেছি ঘটনার সময় সাকা চৌধুরী দেশে ছিলেন না। তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ছিলেন। এর সপক্ষে প্রমাণও দাখিল করেছি। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাকার আইনজীবীর কথা অস্বীকার করে বলেন- যুদ্ধাপরাধীদের বিচার দাবি, ফাঁসি চাওয়া নতুন কিছু না। প্রত্যেকের ক্ষেত্রেই এটা ঘটেছে।সাকা চৌধুরী রায় নিয়ে আদালতের ওপর কোন ধরনের চাপ নেই বরং সাকার পরিবারই অপকৌশলের আশ্রয় নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনকে আদালত অবমাননা বলে মনে করি না। পৃথিবীর বিভিন্ন দেশেই অপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন হয়। আমেরিকায় এক ব্যক্তিকে পুলিশ গুলি করে হত্যা করেছিল। সেই হত্যার দাবিতে জনগণ রাজপথে নেমে এসেছিল। জাহানারা ইমাম প্রথম যুদ্ধাপরাধীদের বিচারের দাবি করেছিল। এই দাবি এদেশের মানুষের দীর্ঘদিনের। সরকার মানুষের প্রত্যাশা পূরণ করছে।তিনি বলেন, সাকার পরিবারের দাবি বস্তুনিষ্ঠ না। ট্রাইব্যুনালের রায়কে প্রশ্নবিদ্ধ করার জন্য ঘোষণার আগে সাকার রায় প্রকাশের অভিযোগে তার একজন আইনজীবী কারাগারে আছেন। তিনি এখন বিচারের মুখোমুখি। এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগে সাকা চৌধুরীর ফাঁসির রায় বহাল থাকবে।প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা করবেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।এফএইচ/এসএইচএস/আরআইপি

Advertisement