অর্থনীতি

জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেল প্রাণ-আরএফএল গ্রুপের ৪ প্রতিষ্ঠান

শিল্প খাতে উৎপাদনশীলতা বাড়ানোসহ বিশেষ অবদানের জন্য ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৬ পেল দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের চার প্রতিষ্ঠান।

Advertisement

প্রতিষ্ঠানগুলো হলো- বৃহৎ শিল্পে (এ ক্যাটাগরি) আরএফএল প্লাস্টিক লিমিটেড (তৃতীয়), মাঝারি শিল্পে (বি ক্যাটাগরি) বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড (প্রথম) ও প্রাণ ফুডস লিমিটেড (দ্বিতীয়) এবং ক্ষুদ্র শিল্পে (সি ক্যাটাগরি) রংপুর ফাউন্ড্রি লিমিটেড (প্রথম)।

এ বছর ৫টি ক্যাটাগরির মোট ১২টি শিল্প প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেয়া হয়। এর মধ্যে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান রয়েছে।

বুধবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কারের সনদ ও ট্রফি প্রদান করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

Advertisement

এসময় আরএফএল প্লাস্টিক লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম, বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেডের চিপ অপারেটিং অফিসার মোহাম্মদ কাজী আব্দুল কাইয়ুম, প্রাণ ফুডস লিমিটেডের পক্ষে পুরস্কার নেন প্রাণ এর ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চিপ অপারেটিং অফিসার পারভেজ আহমাদ ফারুক।

শিল্প-কারখানায় উৎপাদন বাড়াতে উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০১১ সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অ্যাওয়ার্ড প্রবর্তনের ঘোষণা দেন। এর পর থেকেই ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে। নিজ নিজ শিল্প-কারখানায় উৎপাদনশীলতা বাড়ানোসহ বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবার চতুর্থবারের মতো এ অ্যাওয়ার্ড প্রদান করে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)।

পুরস্কারপ্রাপ্ত অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। মাঝারি শিল্প ক্যাটাগরিতে গ্রাফিকপিপিল। ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে সিনথেটিক এডেসিভ কোং লিমিটেড এবং মাইক্রো শিল্প ক্যাটাগরিতে একাডেমিক বুক হাউস। এছাড়া রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের মধ্যে রযেছে রেকু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, ইস্টার্ন কেবলস এবং গাজী ওয়্যারস লিমিটেড এ পুরস্কার পেয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ এমপ্লায়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান, শিল্প মন্ত্রণালয়ের পরিচালক (যুগ্ম-সচিব) এস এম আশরাফুজ্জামানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Advertisement

এসআই/এমবিআর/পিআর