জাতীয়

গোয়েন্দা পুলিশ কখনো সাধারণ মানুষকে জঙ্গি সাজায় না

‘গোয়েন্দা পুলিশ’ কখনো রাজনৈতিক উদ্দেশ্যে কিংবা বড় কোন ঘটনা থেকে মনোযোগ সরাতে সাধারণ মানুষকে জঙ্গি সাজিয়ে গ্রেফতার করে না। একথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র মনিরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। ‘রাজনৈতিক উদ্দেশ্যে কিংবা বড় কোন ঘটনা থেকে মনোযোগ সরাতে পুলিশ সাধারণ মানুষকে জঙ্গি সাজিয়ে গ্রেফতার করে, সংবাদ সম্মেলন করে।’ মঙ্গলবার  মনিরুল ইসলামের কাছে এমন তথ্যের সত্যতা জানতে চান এক সাংবাদিক।জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘গোয়েন্দা পুলিশ’ কখনো আসামি সাজায় না। এর আগে যারা গ্রেফতার হয়েছে তাদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের কাছে নির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে। প্রযুক্তিনির্ভর এই যুগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ থাকে।’ তবে সাংবাদিকদের উদ্দেশ্যে ‘গোয়েন্দা’পুলিশ ছাড়া অন্য কোন বিভাগের পক্ষে সাফাই গাননি পুলিশের এই মুখপাত্র। তিনি বলেন, ‘যারা এ ধরনের অপপ্রচার চালায় তারা আগে বলেছিল যে- দেশে কোন বাংলা ভাই, আব্দুর রহমান নেই। তবে ৬৩ জেলায় বোমা হামলার পর তাদের কথা ভুল প্রমাণিত হয়।’ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন সময়ে দেশ থেকে ‘জঙ্গি নির্মূল’ হয়েছে কথাটি বলে। তাহলে কিভাবে এতো জঙ্গি ধরা পড়ছে? সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, জঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে দেশ থেকে এখনো জঙ্গি নির্মূল হয়নি। নির্মূলের বিষয়ে পুলিশের সাবেক ও বর্তমান মহাপরির্দশক (আইজি), ডিএমপি কমিশনার ও সরকারের নীতি নির্ধারকরা কখনো কিছু বলেননি। এআর/এসএইচএস/পিআর

Advertisement