দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেফতার চট্টগ্রাম বন্দর কর্মকর্তা সন্দীপন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরানের আদালত তাকে জামিন দেন।
Advertisement
আদালতে সন্দীপন চৌধুরী পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।
চৌধুরীকে পাঁচ বছর আগে দায়ের করা দুর্নীতির এক মামলায় সোমবা দুপুর সোয়া ১টার দিকে বন্দর ভবনের নিজ কার্যালয় থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা সন্দীপন গ্রেফতার করে (দুদক)।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের এভিয়ার এবং কার্গো চার্জারসহ বিভিন্ন মালামাল কেনার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে পাঁচ বছর আগে তার বিরুদ্ধে মামলা করে দুদক।
Advertisement
আবু আজাদ/এএইচ/আরআইপি