ধর্ম

যে কাজে নারীরা সহজে জান্নাতে যাবে

আল্লাহ তাআলা নারী-পুরুষ উভয়কে সৃষ্টি করেছেন। কুরআনে পাকে তিনি সে ঘোষণা দিয়ে বলেন, ‘হে মানব সম্প্রদায়! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর; যিনি তোমাদেরকে একটা প্রাণ হতে সৃষ্টি করেছেন। ও তা থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন। যিনি তাদের দু’জন থেকে বহু নারী-পুরুষ (পৃথিবীতে) সৃষ্টি করেছেন।’ (সুরা নিসা : আয়াত ১)

Advertisement

নারী-পুরুষ সৃষ্টির পর আল্লাহ তাআলা তাদের উভয়কে বিভিন্ন দায়িত্বও প্রদান করেছেন। নারীদেরকে যেহেতু আল্লাহ তাআলা পুরুষের তুলনায় দুর্বল করে সৃষ্টি করেছেন ফলে তাদের দায়িত্বকেও সহজ করেছেন।

সংসার পরিচায়নায় আয়-উপর্জন করার দায়িত্ব নারীদের ওপর চাপানো হয়নি; সমাজ ও রাষ্ট্রীয় যাবতীয় ঝামেলার কাজও তাদের দেয়া হয়নি। এভাবে অনেক কষ্টকার ও কঠিন কাজ থেকে নারীদের অব্যহতি দিয়ে তাদের জীবন ও দায়িত্বকে সহজ করে দেয়া হয়েছে।

শুধু তা-ই নয়, জীবন ও দায়িত্বকে সহজ করার পাশাপাশি তাদের জান্নাতের যাওয়ার পথকেও সহজ করা হয়েছে। হাদিসে পাকে প্রিয়নবি এমনই ঘোষণা দিয়েছেন-

Advertisement

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করবে; রমজানের রোজা ঠিকভাবে রাখবে; (নিজেদের) সতীত্ব রক্ষা করবে এবং স্বামীর আনুগত্য করবে; সে নারীকে বলা হবে, তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ কর।’ (মুসনাদে আহমদ)

উল্লেখিত হাদিসের মধ্যে নারীর বেহেশতে যাওয়ার সহজ পন্থা বর্ণনা করা হয়েছে। এ হাদিসে নারীদের জন্য ৪টা সহজ আমল পালনে জান্নাতের ঘোষণা রয়েছে।

সে ৪টা আমল হলো->> যথা সময়ে ফরজ নামাজ আদায় করা;>> পবিত্র রমজান মাসে যথাযথ রোজা পালন করা;>> সতীত্বের হেফাজত করা;>> স্বামীর আনুগত্য করা। অর্থাৎ স্বামীর কথা মেনে চলা এবং তার খেদমত করা।

পরিশেষে…প্রিয়নবির এ হাদিসটি নারী-পুরুষ উভয়ের জন্য সহজে জান্নাতে যাওয়ার উপায় ঘোষণা করেছেন। প্রিয়নবি বলেছেন, ‘যে ব্যক্তি নিজের জবান ও যৌনাঙ্গকে হেফাজত করার দায়িত্ব নেবে; আমি তাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নেব।’ (বুখারি ও মুসলিম)

Advertisement

জান্নাত লাভে এর চেয়ে সহজ ঘোষণা আর কি হতে পারে। সুতরাং নারীদের পাশাপাশি পুরুষরাও সহজে জান্নাতে যেতে পারবে, যদি তারা প্রিয়নবি ঘোষিত বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব নারীদেরকে হাদিসে ঘোষিত উল্লেখিত ৪টি কাজ যথাযথ পালন করার তাওফিক দান করুন। সহজে জান্নাতে যাওয়ার তাওফিক দান করুন। পুরুষদেরকে জান্নাতের পথে পরিচালিত করার উৎসাহ প্রদানের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি