জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫ উপলক্ষে চট্টগ্রাম জেলা ও জেলা মৎস্য দফতরের উদ্যোগে লালদীঘিতে মাছের পোনা অবমুক্ত করেছেন চট্টগ্রাম সিটির মেয়র আ জ ম নাছির উদ্দিন। মঙ্গলবার সকালে নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালি ও লালদিঘীতে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে মৎস সপ্তাহর উদ্বোধন করা হয়।সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি র্যালি উদ্বোধন করে বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, সাগর, নদী, খাল, পুকুর, জলাশয় সর্বত্রই মাছ চাষ করে দেশের চাহিদা পূরন এবং বিদেশে মাছ রফতানি করতে হবে। মেয়র বলেন, মাছ আমদানীর ফলে দেশের কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রার অপচয় হয়। তিনি মৎস্য ও প্রাণী দফতরসহ সকলকে মাছ চাষ, সংরক্ষণ ও বাজারজাত করণে বিশেষ যত্নশীল হওয়ার আহ্বান জানান।‘সাগর-নদী সকল জলে-মাছ চাষে সোনা ফলে’ এ শ্লোগানকে ধারণ করে এবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫ উদ্যাপন করা হয়। ২৮ জুলাই থেকে ৩ আগষ্ট পর্যন্ত মৎস্য সপ্তাহ পালিত হবে। এ অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব সহ জেলা মৎস্য দফতরের কর্মকর্তাগণ ছাড়াও চট্টগ্রাম মেরিন একাডেমীর শিক্ষার্থীরাও অংশ নেন। এআরএস/পিআর
Advertisement