বিনোদন

শিল্পীদের তহবিলের জন্য চলচ্চিত্র শিল্পীদের উদ্যোগ

নির্বাচনী ইশতেহারেই মিশা-জায়েদ প্যানেল কথা দিয়েছিলো পিছিয়ে থাকা, অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়াতে তহবিল গঠন করবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। অবশেষে শুরু হয়েছে সেই তহবিল গঠনের প্রক্রিয়া। তারই অংশ হিসেবে ‘শিল্পীর পাশে শিল্পী’-এই স্লোগান নিয়ে শিল্পী সমিতি ভিন্ন একটি উদ্যোগ নিয়েছে।

Advertisement

সেটি হলো ঢাকার বাইরে বড় আকারে কনসার্ট আয়োজন করা হচ্ছে। আগামী ২০ এপ্রিল বিকেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির শিল্পীদের অংশগ্রহণে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও শো ব্লিজ এন্টারটেইনমেন্ট।

অনুষ্ঠানে চলচ্চিত্রের জনপ্রিয় সব গানের সঙ্গে নাচবেন রিয়াজ, ফেরদৌস, পপি, পূর্ণিমা, অপু বিশ্বাস, জায়েদ খান, আমিন খান, ডিপজল, বিপাশা কবিরসহ আরও অনেক তারকরা। দর্শক টিকিট কেটে কনসার্টটি উপভোগ করার সুযোগ পাবেন।

এই উদ্যোগ নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘শিল্পীরা সবাই মিলেমিশে ভালো থাকতে চাই। আমরা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পর থেকেই সবার জন্য বান্ধব শিল্পী সমিতি তৈরির চেষ্টা করে যাচ্ছি। এবং শিল্পীদের প্রতি দায়বদ্ধতা থেকেই তহবিল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। সে জন্য এই কনসার্টের আয়োজন। এখান থেকে প্রাপ্ত অর্থ তহবিলে জমা হবে। সেই অর্থ ব্যবহার করা হবে কেবলমাত্র অসচ্ছল শিল্পীদের জন্য।’

Advertisement

নরসিংদীর ড্রিম হলিডে পার্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে শিল্পী সমিতির সহ সভাপতি রিয়াজ বলেন, ‘শিল্পীদের জন্য তহবিল করার ইচ্ছে অনেকদিন ধরেই আমাদের ছিলো। এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য ড্রিম হলিডে পার্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমরা চাই শিল্পীরা ভালো থাকুন, জীবনের শেষ দিনগুলোতে, অসুখ বিসুখে যেন সমিতি তাদের পাশে দাঁড়াতে পারে সেই ভাবনা থেকেই তহবিল গঠন করা হচ্ছে। সবার সহযোগিতা চাই আমরা।’

সমিতির সদস্য অভিনেত্রী অপু বিশ্বাস বললেন, ‘শিল্পী সমিতির এই দারুণ উদ্যোগটিকে আমি মন থেকে সাধুবাদ জানাই। আমাদের পাশে আমরাই দাঁড়াবো। সব বিপদ-আপদ ভাগ করে নেবো। তবেই আমরা একটি সুন্দর পরিবার হয়ে উঠবো। সহশিল্পীদের পাশে দাঁড়ানোর ইচ্ছে নিয়েই ২০ এপ্রিল পারফর্ম করবো। সবাইকে আমন্ত্রণ রইলো।’

এমএবি/এলএ/পিআর

Advertisement