বিনোদন

প্রধান চরিত্রে বিড়াল, জুটি সজল-প্রভা

শহরবাসীদের অনেকেরই বাসায় পোষা প্রাণী হিসেবে বিড়াল থাকে। এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গৃহপালিত প্রাণী। সম্প্রতি একটি নাটক নির্মাণ হয়েছে। যার কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছে একটি বিড়াল। ‘অভিমান খুনসুটি’ নামের এই নাটকে আছেন আবদুন নূর সজল ও সাদিয়া জাহান প্রভা। নাইস নূরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তপু খান। নাটকটিতে আরও অভিনয় করেছেন পাভেল ইসলাম ও শিশুশিল্পী সারগাম।

Advertisement

নাটকটির গল্পে দেখা যাবে, সজল ও প্রভা নবদম্পতি। প্রভার একটা পোষা বিড়াল আছে। বিড়ালটির নাম নিমো। বিয়ের পর নিমোকে নিয়ে ব্যস্ত থাকে প্রভা। আর এই নিয়ে সজলের সঙ্গে খুনসুটি হয় তার।

নাটকটিতে ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করেছেন পাভেল ইসলাম। অভিনেতা সজল বলেন, ‘নাটকটিতে কাজ করে আমার অনেক ভালো লেগেছে। নাটকটির গল্প অনেক বাস্তবধর্মী। তপু অনেক যত্ন করে নাটকটি নির্মাণ করেছেন। আশাকরি দর্শদেরও ভালো লাগবে নাটকটি।’ প্রভা বলেন, ‘ নাটকের গল্পটির সাথে আমার বাস্তব জীবনের মিল আছে। এক সময় বিড়াল পুষতাম।’

নাট্যকার নাইস নূর বলেন, ‘অভিমান খুনসুটি নাটকটির গল্প অনেক আগেই লিখেছি। নাটকটির চিত্রনাট্য লিখেছি নাটকের শুটিং হওয়ার একদিন আগে। আশা করছি, দর্শক নাটকটি পছন্দ করবেন।’

Advertisement

‘অভিমান খুনসুটি’ নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারতি হবে বলে জানান পরিচালক তপু খান। তিনি বলেন, ‘নাটকটির গল্প আমার খুব পছন্দ হয়েছে। একটা বিড়াল নাটকের প্রধান চরিত্র। নাটকটির শুটিং করা খুব সহজ কাজ ছিল না। অনেক কৌশল অবলম্বন করেছি আমরা। এছাড়া সজল ও প্রভা খুব ভালো অভিনয় করেছেন।’

এমএবি/এলএ/পিআর