ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে সেরা বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছে লালবাগ ক্রাইম বিভাগ। মার্চে কর্মপর্যালোচনা শেষে সোমবার সকালে সেরা বিভাগসহ বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি’র কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
Advertisement
সোমবার সকাল বিকেল ৩টা পর্যন্ত ডিএমপি সদর দফতরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, মার্চে শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার ডেমরা জোনের ইফতেখায়রুল ইসলাম, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক কদমতলী থানার ওসি এম এ জলিল, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) তেজগাঁও থানার সেন্টু মিয়া, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশন্স) কদমতলী থানার সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ এসআই যৌথভাবে যাত্রাবাড়ী থানার এসআই মো. ওমর ফারুক ও চকবাজার মডেল থানার এসআই মো. ইব্রাহীম খান নয়ন। শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে মতিঝিলের এএসআই মো. হেলাল উদ্দিন ও কোতোয়ালির এএসআই মো. শহিদুল ইসলাম।
গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের শ্রেষ্ঠ বিভাগ হয়েছে ডিবি-পশ্চিম বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার ও মাদকদ্রব্য উদ্ধারেও শ্রেষ্ঠ হয়েছেন ডেমরা জোনাল টিমের নাজমুল হাসান ফিরোজ, চোরাই গাড়ি উদ্ধারে পুরস্কৃত হয়েছেন ডিবি পশ্চিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহমুদ নাসের জনি।
Advertisement
অস্ত্র উদ্ধারে পুরস্কৃত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন সুমা পল্লবী জোনাল টিম, অজ্ঞান ও মলম পার্টি গ্রেফতারে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাহুল পাটওয়ারী, গাড়ি চুরি প্রতিরোধ টিম ডিবি-পশ্চিম ও মো. শামসুল আরেফিন সহকারী পুলিশ কমিশনার অবৈধ অস্ত্র উদ্ধার টিম ডিবি দক্ষিণ, বিস্ফোরক দ্রব্য উদ্ধারে পুরস্কৃত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন শুটি ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিম।
ট্রাফিকের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ট্রাফিক-পূর্ব বিভাগ। শ্রেষ্ঠ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এসএম মুক্তারুজ্জামান, রামপুরা ট্রাফিক জোন, শ্রেষ্ট ট্রাফিক ইন্সপেক্টর- বিপ্লব ভৌমিক, রামপুরা ট্রাফিক জোন, শ্রেষ্ঠ টিএসআই/সার্জেন্ট যৌথভাবে হয়েছেন সার্জেন্ট মো. মাজেদুল হক, ট্রাফিক দক্ষিণ বিভাগ ও সার্জেন্ট/ মো. মেহেদী হাসান এয়ারপোর্ট ট্রাফিক জোন।
ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচির জন্য পুরস্কৃত হয়েছেন ট্রাফিক পূর্বের মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুন নাহার ও মতিঝিল জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ সরওয়ার হোসেন।
বিট পুলিশিং কার্যক্রমে পুরস্কৃত হয়েছেন ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহীল কাফি, ডেমরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম, কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির বিপিএম, গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ কাজী মিজানুর রহমান, আদাবর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান।
Advertisement
বিশেষ পুরস্কারে পুরস্কৃতরা হলেন যারা- জঙ্গি গ্রেফতারে পুরস্কৃত হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটি) মো. জাহিদুল হক তালুকদার, প্রশ্নপত্র ফাঁস চক্র গ্রেফতারে পুরস্কৃত হয়েছেন নাজমুল ইসলাম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইবার সিকিউরিটি, ফেনসিডিল উদ্ধারে পুরস্কৃত হয়েছেন মো. গোলাম সাকলায়েন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি-উত্তর, ১০০ বস্তা চাউলসহ আসামি গ্রেফতারে পুরস্কৃত হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিশাত রহমান মিথুন ডিবি-উত্তর, নিখোঁজ তিনটি শিশু উদ্ধারে পুরস্কৃত হয়েছেন মো. আশরাফুল করিম সিনিয়র সহকারী পুলিশ কমিশনার বাড্ডা জোন গুলশান বিভাগ, হত্যা মামলার আসামি গ্রেফতার ও রহস্য উদঘাটনে সম্মিলিতভাবে পুরস্কৃত হয়েছেন মো. ফয়সাল মাহমুদ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শ্যামপুর জোন ওয়ারী বিভাগ, আহসানুজ্জামান সিনিয়র সহকারী পুলিশ কমিশনার কোতয়ালী জোনাল টিম ডিবি-দক্ষিণ, খন্দকার রবিউল আরাফাত সিনিয়র সহকারী পুলিশ কমিশনার অবৈধ মাদক দ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম ডিবি-দক্ষিণ ও এসআই মো. জোবায়ের দারুস সালাম থানা।
পাঁচ মাসের অপহৃত শিশু উদ্ধারে পুরস্কৃত হয়েছেন এসআই ফায়জুল হক দক্ষিণখান থানা, ডাকাতি মামলার আসামী গ্রেফতারে এসআই মো. আজহারুল ইসলাম কদমতলী থানা, মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনে আতিকুল ইসলাম সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মতিঝিল জোনাল টিম ডিবি-পূর্ব, ভিকটিম উদ্ধার ও হত্যা মামলার রহস্য উদঘাটনে নাজমুল হাসান ফিরোজ, পিপিএম সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডেমরা জোনাল টিম, চুরি যাওয়া পিস্তল, গুলি উদ্ধার ও ইন্সপেক্টর জালাল উদ্দীন হত্যা মামলার আসামি গ্রেফতারে পুরস্কৃত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন সুমা পল্লবী জোনাল টিম, ফেসবুকের মাধ্যমে আসামি গ্রেফতারে যৌথভাবে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম অবৈধ মাদক দ্রব্য উদ্ধার টিম ডিবি-পশ্চিম ও সহকারী পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট।
বিকাশের মাধ্যমে প্রতারণা চক্র গ্রেফতারে আজহারুল ইসমাল মুকুল সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাইবার সিকিউরিটি টিম, গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করায় সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. মতিউর রহমান আইএডি, ইয়াবা উদ্ধারে মো. শাহীন ফকির অফিসার ইনচার্জ কামরাঙ্গীরচর থানা, বিয়ার উদ্ধারে যৌথভাবে সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া বাড্ডা ট্রাফিক জোন ও সার্জেন্ট বিজন কুমার সরকার ডেমরা ট্রাফিক জোন।
ছিনতাইকারী গ্রেফতারে সম্মিলিতভাবে পুরস্কৃত হয়েছেন সহকারী পুলিশ কমিশনার রাকিবুল হাসান সবুজবাগ ট্রাফিক জোন, এসআই থোয়াই চন্দ্র মারমা মতিঝিল থানা, সার্জেন্ট নোমান খান বাড্ডা ট্রাফিক জোন, সার্জেন্ট সাগর কুমার ঘোষ বাড্ডা ট্রাফিক জোন, সার্জেন্ট জহুরুল ইসলাম ডেমরা ট্রাফিক জোন, সার্জেন্ট মো. মাহবুব শিকদার মতিঝিল ট্রাফিক জোন, সার্জেন্ট মাহমুদুল হাসান শিল্পাঞ্চল ট্রাফিক জোন, এএসআই রফিকুল ইসলাম কোতোয়ালি ট্রাফিক জোন ও কনস্টেবল মো. শাহআলম গুলশান ট্রাফিক জোন।
চুরি যাওয়া মালামাল ও ডেবিট কার্ড উদ্ধার এসআই শরীফ হোসেন উত্তরা পশ্চিম থানা, ডলার বিক্রয়ের নামে প্রতারক চক্র গ্রেফতারে এসআই আব্দুল্লাহ আল মামুন ফরাজী আইএডি।
এছাড়া বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তরা হলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস), যুগ্ম পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন), উপ-পুলিশ কমিশনার (পিওএম-উত্তর, পিওএম-দক্ষিণ, মতিঝিল, রমনা, অর্থ, প্রটেকশন, সাইবার সিকিউরিটি, সদর দফতর ও প্রশাসন, সিটি, স্পেশাল অ্যাকশন গ্রুপ, ট্রান্সন্যাশনাল ক্রাইম, ডিপ্লোমেটিক সিকিউরিটি) ও সিস্টেম অ্যানালিস্ট।
জেইউ/জেএইচ/এমএস