খেলাধুলা

কলকাতায় ফিরে স্মৃতিকাতর গম্ভীর

আইপিএলে নিজের শুরুটা দিল্লি ডেয়ারডেভিলসেই করেছিলেন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। মাঝের সাত মৌসুম কলকাতা নাইট রাইডার্সে কাটিয়ে চলতি মৌসুমে আবারও দিল্লিতে ফিরেছেন গম্ভীর। তবে আইপিএল ক্যারিয়ারে তার সেরা সময়টা নিঃসন্দেহে কলকাতার জার্সিতেই ছিল।

Advertisement

২০১১ সালে প্রথমবারের মতো কলকাতায় এসে দলের নেতৃত্বভার নেন গম্ভীর, দ্বিতীয় মৌসুমেই দলকে পাইয়ে দেন আইপিএলের প্রথম শিরোপা। এক মৌসুম পর ২০১৪ সালে জেতান দ্বিতীয় আইপিএল শিরোপা। সবমিলিয়ে গম্ভীরের নেতৃত্বে খেলা সাত মৌসুমে পাঁচবারই কোয়ালিফায়ার খেলতে সক্ষম হয় কলকাতা।

দলীয় সাফল্য ছাড়াও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন গম্ভীর নিজেও। সাত মৌসুমের মধ্যে চারবারই ছিলেন দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩০৩৫ রান নিয়ে কলকাতার ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকও গম্ভীরই। ফলে কলকাতার হয়ে সুখস্মৃতির কমতি নেই গম্ভীরের।

এতোসব সুখস্মৃতির বিপক্ষে গিয়েই সোমবার নিজের নতুন দল দিল্লির হয়ে কলকাতার বিপক্ষে মাঠে নামবেন গম্ভীর। নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছেই স্মৃতিকাতর হয়ে পড়েন সাবেক নাইট রাইডার্স অধিনায়ক।

Advertisement

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের প্রোফাইলে গম্ভীর লিখেন, ‘এখানের বাতাস খুবই পরিচিত, চেহারাগুলো এখনো সব বন্ধুসুলভ। কিন্তু হঠাৎ করেই আমার সাবেক হোমগ্রাউন্ডে ‘গৌতি পাজি’ ডাকটা ‘গৌতম দা’তে রূপ নিয়েছে!’

পেশাদার ক্রিকেটটাই হয়তো এমন, যেখানে আবেগের স্থান খুবই কম। ফলে গত সাত মৌসুম এক দলে কাটিয়ে নতুন দলে যাওয়াতে, গম্ভীরের সাথে কলকাতার মানুষের সম্পর্কটাও বদলে গিয়েছে হুট করেই।

এসএএস/এমএমআর/পিআর

Advertisement