খেলাধুলা

ভারত-পাকিস্তান সিরিজ বাতিল!

শেষ পর্যন্ত সন্ত্রাসের কাছে হারলো ক্রিকেট। পাঞ্জাবের গুরদাসপুর হামলার কারণে অদূর ভবিষ্যতে আর হচ্ছে না ভারত-পাকিস্তান সিরিজ। বোর্ড ফর কন্ট্রোল অফ ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সোমবার স্পষ্ট করে দিয়েছে, অদূর ভবিষ্যতে দু`দেশের মধ্যে ক্রিকেট চালু করা নিয়ে যে কথাবার্তা চলছিল তাতে আপাতত বন্ধ হচ্ছে।মুম্বাই হামলার পর ২০০৮ সাল থেকে ভারত-পাকিস্তান নিজেদের মধ্যে কোনও পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলেনি। ২০১২ সালের ডিসেম্বরে ভারতে তিনটি এক দিনের ও দু`টি টি-টোয়েন্টি ম্যাচের একটি ছোট সিরিজ খেলা হয়েছিল বটে তবে কোন টেস্ট ম্যাচ হয়নি। তবে চলতি বছরের মে মাসে কলকাতায় বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার সঙ্গে দেখা করে ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে তিনটি টেস্ট, পাঁচটি এক দিনের ম্যাচ ও দু`টি টি-টোয়েন্টি ম্যাচের বড় সিরিজ খেলার প্রস্তাব রাখেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। কিন্তু গুরদাসপুর হামলার প্রেক্ষিতে সেই সিরিজ অনিশ্চিত কালের জন্য থমকে গেল বলেই এ দিন ইঙ্গিত দিয়েছেন অনুরাগ।বিসিসিআই সেক্রেটারি ও কংগ্রেস সাংসদ অনুরাগ ঠাকুর এ দিন বলেন, `পাকিস্তানের বোঝা দরকার, আমাদের দেশের মানুষের নিরাপত্তা ও শান্তি যখন বিঘ্নিত হচ্ছে, তখন ক্রিকেট খেলা সম্ভব নয়। খেলা একটা আলাদা বিষয় ঠিকই, কিন্তু আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টাও অত্যন্ত গুরুতর।`অনুরাগ ঠাকুর বলেন, `এর আগেও এমন কোনও সিদ্ধান্ত হয়নি যে দু`দেশের মধ্যে সিরিজ হবেই। পিসিবি আমাদের সঙ্গে কথাবার্তা শুরু করেছিল, আমরাও আলোচনা করছিলাম। কিন্তু বারবার ভারতের উপর এ ধরনের হামলা হচ্ছে, প্রথমে জম্মু, তার পর পাঞ্জাব, ভারতীয়রা প্রাণ হারাচ্ছেন তাতে। ভারতীয় হিসেবে আমি তো এই মুহূর্তে (সিরিজ খেলার) কোনও সম্ভাবনা দেখছি না।` তিনি আরও বলেন, `বিসিসিআই সেক্রেটারি হিসেবে, একজন সাংসদ হিসেবে প্রতিটি ভারতীয়ের জীবনের গুরুত্ব আমার কাছে অপরিসীম। এটা শুধু ক্রিকেটের ব্যাপার নয় আর, এটা আমার দেশের বিষয়। আমার মনে হয়, ক্রিকেটের ময়দানে নামার আগে দুই দেশ আর দুই বোর্ডের মধ্যে এই বিষয়গুলির মীমাংসা হওয়া দরকার।`আরটি/এমআর/এমএস

Advertisement