খুলনা-২ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ৪ এপ্রিল তাকে তলব করে চিঠি দেয়া হয়েছিল। চিঠিতে সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজিরের নির্দেশ দেয়া হয়েছিল তাকে।
Advertisement
দুদকের ডাকে সাড়া দিয়ে সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় হাজির হন তিনি। দুদকের উপপরিচালক ও অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
চলতি বছরের ৭ মার্চ অবৈধ সম্পদ অর্জন, মাদক ব্যবসা, সরকারি অফিসের ঠিকাদারি কাজ নিজ পরিবারের সদস্যদের নামে নিয়ে বাকি টাকা আত্মসাতের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।
সর্বশেষ দুপুর পৌনে ১টাতেও তার জিজ্ঞাসাবাদ চলছিল।
Advertisement
এআর/এনএফ/আরআইপি