আন্তর্জাতিক

সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের সাইক্লিং রেইস

সৌদি আরবে প্রথমবারের মতো ৪৭ জন নারী দলভুক্ত হয়ে রাস্তায় সাইক্লিং রেইস বা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। দেশটির জেদ্দা শহরে নির্ধারিত পুরো দশ কিলোমিটার রাস্তায় তারা সাইক্লিং রেইসে অংশগ্রহণ করেন। খবর- বিসিসির।

Advertisement

বি অ্যাকটিভ নামের একটি সংগঠন জেদ্দার স্থানীয় প্রশাসনের সাথে মিলে যৌথভাবে নারীদের এই সাইক্লিং রেইসের আয়োজন করে। আয়োজক সংগঠনের কর্মকর্তা নাদিমা আবু আল এনিম স্থানীয় সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেছেন, সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে প্রথমবারের এই আয়োজনে এত সংখ্যক নারী অংশ নিয়েছেন, যেটা তাদেরকে আশ্চর্য করেছে।

তিনি গত বছর নারীদের জন্য একটি বাইসাইকেল ক্লাব গঠন করেছেন। আর এর মাধ্যমে নারীদের সাইকেল চালানোর পক্ষে সচেতনতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে দেশটির রক্ষণশীল সমাজে রাস্তায় নারীদের সাইকেল চালানোর এ প্রতিযোগিতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। চলছে পক্ষে বিপক্ষে নানা মতামত। তবে আয়োজকরা তাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা ব্যক্ত করেছেন।

Advertisement

আরএস/আরআইপি