খেলাধুলা

সেরার পথে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

ক্রিকেটের সেরা জার্সি নির্বাচন করতে এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে ক্রিকেটের ক্রীড়া সংবাদ ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তাদের জরিপে বিভিন্ন দেশের মোট ১৭টি জার্সি মনোনীত করে ভোটের আয়োজন করেছে। যাতে জায়গা পেয়েছে বাংলাদেশের বিশ্বকাপ-২০১৫ দলের জার্সিটিও।খুশির বিষয় হলো, ১৭টি জার্সির মধ্যে ভোটে এখনো শীর্ষে রয়েছে বাংলাদেশের ২০১৫ সালের বিশ্বকাপের জার্সিটি। এই জার্সিতে ভোট পড়েছে ৬৪ হাজার। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের জার্সিতে ভোট পড়েছে মাত্র ৫ হাজার ২০০। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার জার্সি ভোট পেয়েছে ২ হাজার ৮০০।বাংলাদেশের লাল-সবুজের জার্সিটিকে সেরা জার্সির মর্যাদায় নিতে চাইলে আপনিও ভোট দিতে পারেন এই লিঙ্কে গিয়ে: www.playbuzz.com/espncricinfo10/cricket-in-colours-whats-your-favourite-team-kit? লিঙ্ক ওপেন করলে রুবেল হোসেনের বিশ্বকাপের একটি ছবি আসবে। ছবির বাঁ পাশে অ্যারো চিহ্ন রয়েছে। ওই অ্যারো চিহ্নতে ক্লিক করলেই আপনার একটি ভোট গৃহীত হবে। আর সর্বোচ্চ ভোট প্রাপ্ত জার্সিটি ক্রিকেটের সেরা জার্সি হিসেবে নির্বাচিত হবে। এমআর/পিআর

Advertisement