মেলায় নববর্ষের আনন্দ উদযাপনের সময় বাবা-মায়ের কাছ থেকে হারিয়ে গিয়েছিল ৩ শিশু। হারিয়ে যাওয়া এসব শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার।
Advertisement
রাজধানীর রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপন করা হয় সেন্টারগুলো।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, শনিবার রমনা পার্কের বৈশাখী উদযাপনের ভিড়ে চার বছর বয়সের নিলয় তার বাবা-মাকে হারিয়ে ফেলে। পুলিশ তাকে উদ্ধার করে আনে রমনার লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে। সেখান থেকে বার বার বাবার নামে প্রচার করলে তার বাবা শাহ আলম লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে এসে নিয়ে যান নিলয়কে।
রমনার মগবাজারের চেয়ারম্যান গলি থেকে মামার সঙ্গে রমনা পার্কে বৈশাখী উৎসবে এসেছিল ৬ বছরের হুমায়রা মেহজাবিন। সেও হারিয়ে ফেলেছিল মামাকে। এক পুলিশ সদস্য তাকে নিয়ে যান লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে। তারপর মাইকের মাধ্যমে মামা মো. নুরুল ইসলামকে খুঁজে বুঝিয়ে দেয়া হয় মেহজাবিনকে।
Advertisement
রমনার ভিড়ের ঠেলায় মামাকে হারিয়ে প্রায় দিশেহারা হয়ে পড়েছিল শ্যামপুর থেকে আসা ১৪ বছরের মো. আকরাম হোসেন। পরে মাইকিং করে আকরামকে মামা মো. ইলিয়াস আরজুর কাছে ফিরিয়ে দেয় ডিএমপি।
এ সময় তিন পরিবারের সদস্যরা তাদের সন্তানকে পেয়ে কান্নায় আপ্লুত হয়ে পড়েন।
এআর/এমএমজেড/এমএস
Advertisement