খেলাধুলা

সাকিব বুঝিয়ে দিলেন, তাকে ছেড়ে কী ভুল করেছে কলকাতা

আন্দ্রে রাসেলকে স্কোয়ারকাটে পয়েন্টের উপর দিয়ে হেলায় ছক্কা মারলেন সাকিব আল হাসান। শটটা যেন চাবুকের মতো কলকাতা নাইট রাইডার্সের সেই সব কর্তার উপর আছড়ে পড়ল, যারা তাকে ঢাকার প্রতিবেশি শহর থেকে চলে যেতে দিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদে।

Advertisement

অন্যভাবে বললে বলা যায়, সাকিবই বুঝিয়ে দিলেন-তাকে ছেড়ে কি ভুল করেছে কলকাতা। ব্যাটে-বলে দুর্দান্ত এক সাকিবকেই দেখা গেল শাহরুখ খানের দলের বিপক্ষে। জবাব দেয়ার একটা তাড়না যেন কাজ করছিল বাংলাদেশি অলরাউন্ডারের মধ্যে।

বল হাতে ৪ ওভার হাত ঘুরিয়ে ২১ রানে ২ উইকেট। এরপর ব্যাট হাতেও ২১ বলে ২৭ রানের এক ঝড়ো ইনিংস। টি-টোয়েন্টি ফরমেটে একজন অলরাউন্ডারের কাছ থেকে এর চেয়ে বেশি কি আশা করবে দল! সানরাইজার্স হায়দরাবাদ আশার চেয়েও যেন একটু বেশি পেলো, দলও তাতে জিতলো খুব সহজেই।

প্রসঙ্গত, টানা সাত মৌসুম কাটিয়ে এবারই কলকাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সানরাইজার্স হায়দরাবাদে পাড়ি জমান সাকিব। বাংলাদেশি অলরাউন্ডারকে নিয়ে দুইবার শিরোপা জিতলেও এবার তাকে ধরে রাখার প্রয়োজন বোধ করেনি শাহরুখ খানের দল।

Advertisement

এমএমআর/এমএস