প্রবাস

ইতালিতে বাংলা নববর্ষ উদযাপন

ইতালির রোমে ‘বাংলা নববর্ষ-১৪২৫’ উদযাপন করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে মিল রেখে শনিবার (১৪ এপ্রিল) বৈশাখী উদযাপন কমিটির আয়োজনে বাঙালি পরিবেশে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ‘বাংলা নববর্ষ’ উদযাপন করা হয়।

Advertisement

এ উপলক্ষে দুপুর গড়াতেই স্থানীয় লারগো প্রেনেসেতের পার্কে প্রবাসী বাংলাদেশিরা জড়ো হতে থাকেন। পুরুষরা পায়জামা-পাঞ্জাবি আর নারীরা দেশীয় শাড়ি পড়ে সেখানে উপস্থিত হন। যেন প্রবাসে এক টুকরো বাংলাদেশ। যা বিদেশিদেরও বেশ আকৃষ্ট করে।

অনুষ্ঠানে দেশীয় নানা রকম খাবার দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়।

বর্ষবরণ উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন সানজিদা আহমেদ ববি, সদস্য সচীব জেসমিন সুলতানা মিরা, প্রধান সম্মনয়কারী রুপালী গোমেজ, প্রধান উপদেষ্টা শান্তা সিকদার, যুগ্ম আহ্বায়ক মাকসুদা আক্তার, সাবরিনা ইয়াসমিন, সদস্য সুমি ইসলাম, সারমিন ইসলাম পায়েল, সুমি বেপারী, উপদেষ্টা সায়েরা হোসাইন রানী, জামিলা মঞ্জুরী মিনু আহমেদ।

Advertisement

উদযাপন পরিষদে সাংস্কৃতিক দায়িত্বে মহিব হাসান, তারেক হাসান নয়ন।

পৃষ্ঠপোষকতায় ছিলেন সৈয়দা মাসুদা আক্তার, মুরিয়েল লিডা দি সিলভা, পারভিন আক্তার।

অনুষ্ঠান পরিচালনা করেন শারমিন সুবনা, আমিনুল ইসলাম ও তারেক হাসান নয়ন। প্রচার ও প্রকাশনায় ছিলেন মিনহাজ হোসেন। তাকে সহযোগিতা করেন আব্দুর রশিদ, জালাল আহমেদ মন্টু ও মোজাম্মেল হোসেন মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানলুকা পেছিওলা। বিশেষ অতিথি ছিলেন হাসানুজ্জামান কামরুল, জয়নাল আবেদিন হাজারী, মইনুল হোসাইন ময়না, জি এম ওমর ফারুক, মাফিজুল ইসলাম রাসেল, কাজী মোস্তাক আহমেদ সুমন, আশরাফুল হক, ইতালি ইপিবিএ সভাপতি লায়লা শাহ, মহিলা অঙ্গনের সভাপতি মনোয়ারা বেবী, তুসকোলানা নারী সংস্থা সভাপতি মেরিন খান প্রমুখ।

Advertisement

অনুষ্ঠানের উদ্ভোধন করেন মনোয়ারা মনি। পরে রোমের জনপ্রিয় শিল্পী কাজী জাকারিয়ার পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় বিভিন্ন শিল্পীরা গান ও নৃত্য পরিবেশনা করেন।

অনুষ্ঠানে ছোট ও বড়দের বালিশ খেলা অনুষ্ঠিত এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এমএমজেড/এমএস