জাতীয়

মধ্যরাতে কর প্রশাসনে রদবদল

আয়করের বড় লক্ষ্যমাত্রা অর্জনের স্বার্থে এবং দুর্নীতি ঠেকাতে সোমবার মধ্যরাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসনে ১৫৪ কর্মকর্তার রদবদল হয়েছে।রদবদল প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন শীর্ষ কর্মকর্তা জানান, ২০০ রাজস্ব কর্মকর্তা সম্পর্কে প্রতিবেদন পর্যালোচনা করে মাত্র টু পার্সেন্ট (৪ জন) কর্মকর্তা পাওয়া গেছে যারা কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন। বাকি সবাই কোনো-না-কোনোভাবে দুর্নীতির সঙ্গে জড়িত। গভীর রাতে প্রজ্ঞাপন জারি প্রসঙ্গে তিনি বলেন, এরকম একটি সিদ্ধান্তের বিষয়ে বৈঠকের খবর আগে প্রকাশ হলে তদবিরের কারণে অফিস করা মুশকিল হতো। তাই সভা শেষ করে গভীর রাতেই প্রজ্ঞাপন করে দেওয়া হয়েছে। যাতে আর তদবিরের সুযোগ না থাকে।এনবিআর সুত্র জানায়, সম্প্রতি এক প্রজ্ঞাপনে আয়কর বিভাগের ২ কর্মকর্তাকে সদস্যপদে উন্নীত করাসহ ৫ সদস্যের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। সর্বশেষ সোমবার এক আদেশে ৩ জন অতিরিক্ত কমিশনারকে কমিশনার হিসেবে পদোন্নতি দেয়াসহ ৩০ জন কমিশনারের পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন পদে রদবদল করা হয়েছে। জানা গেছে,  আয়করের অডিট, ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশনের সদস্য মো. লোকমান চৌধুরীকে কর জরিপ ও পরিদর্শনের সদস্যের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া, চৌধুরী আমির হোসেনকে ইন্টারন্যাশনাল ট্যাক্সেস, পারভেজ ইকবাল আয়কর নীতি, মীর মুস্তাক আলীকে তথ্য ব্যবস্থাপনা ও সেবা এবং মো. আব্দুর রাজ্জাককে অডিট, ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশনের দায়িত্ব দেয়া হয়েছে।বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রমেশচন্দ্র বসাককে কর অঞ্চল-২ এর কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া, সনজিত কুমার বিশ্বাসকে কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য, সৈয়দ মো. মাহবুবুর রহমানকে কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য, কানন কুমার রায়কে কর অঞ্চল-৭-এর কমিশনার, রাধেশ্যাম রায়কে খুলনা কর অঞ্চলের কমিশনার, মো. আলমগীর হোসেনকে কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য, মোহাম্মদ গোলাম নবীকে কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য, মো. বেলাল উদ্দিনকে সিআইসির মহাপরিচালক, সোয়ায়েব আহমেদকে চট্টগ্রাম কর আপিরের কমিশনার, মাধব চন্দ্র দাসকে কর আপিলাত ট্রাইব্যুনালের (চট্টগ্রাম বেঞ্চ) সদস্য, মো. আব্দুল বাতেনকে কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।এছাড়া, চিন্ময় প্রসুন বিশ্বাসকে কেন্দ্রীয় কর জরিপ অঞ্চরের কমিশনার, মো. নূরুল আলমকে এলটিইউর কমিশনার, বেগম রওশন আরা আক্তারকে কর আপিল অব্জল-১-এর কমিশনার, কাজী ইমদাদুল হককে কর আপিল অঞ্চল-২-এর কমিশনার, দবির উদ্দিনকে চট্টগ্রাম কর অব্জল-২-এর কমিশনার, এ কে বোরহান উদ্দিনকে বরিশাল কর অঞ্চলের কমিশনার, অপূর্ব কান্তি দাসকে চট্টগ্রাম কর অঞ্চল-১-এর কমিশনার, মাহবুব হোসেনকে গাজীপুর কর অঞ্চলের কমিশনার, প্রশান্ত কুমার রায়কে খুলনা কর আপিল অঞ্চলের কমিশনার, মো. সেলিম আফজালকে কর অঞ্চল-১৩-এর কমিশনার, মো. নজরুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-৪-এর কমিশনার, বেগম শাহীন আক্তারকে কর অঞ্চল-৯-এর কমিশনার, মো. গোলাম মোস্তফাকে কর অঞ্চল-১২-এর কমিশনার, প্রদ্যুত্ কুমার সরকারকে চট্টগ্রাম কর অঞ্চল-৩-এর কমিশনার, মো. মাহমুদুর রহমানকে সিলেট কর অঞ্চলের কমিশনার, মো. মোতাহের হোসেনকে কুমিল্লা কর অঞ্চলের কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এসকেডি/পিআর

Advertisement