খেলাধুলা

সাউদাম্পটনের বিপক্ষে জয়ে ফিরল চেলসি

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে যে ধরনের প্রভাব থাকার কথা ছিল তেমনটা এবার দেখাতেই পারেনি চেলসি। শুধু তাই নয়, লিগের শেষ পর্যায়ে এসেও টানা দুই ম্যাচ জয় বঞ্চিত থাকতে হলো আন্তোনিও কন্তের দলকে। টটেনহ্যাম হটস্পারের কাছে ৩-১ গোলে হারের পর ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্লুজরা।

Advertisement

অবশেষে সাউদাম্পটনের মাঠে গিয়ে ২ গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে চেলসি। ৮ মিনিটের ব্যবধানে তিন গোল দিয়েই নিজেদের হতাশার পর্বটা কাটিয়ে তুলতে সক্ষম হয় চেলসির ফুটবলাররা।

নিজেদের মাঠে শুরু থেকেই চেলসির বিপক্ষে দুর্দান্ত খেলছিল সাউদাম্পটন। ২১ মিনিটেই দুসান তাদিকের গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলের ব্যবধানে চেলসির পিছিয়ে থেকেই। দ্বিতীয়ার্ধ শুরুর ১৫ মিনিট পর আবারও গোল হজম করে বসে চেলসি। এবার চেলসির জালে বল জড়ান জ্যান বেডনারেক।

২-০ গোলে পিছিয়ে পড়ে কিছুটা দিকভ্রান্ত হয়ে পড়ে যেন চেলসি। দ্বিতীয় গোল হজম করার পরই এক সঙ্গে দু’জন ফুটবরার পরিবর্তন করেন কোচ আন্তোনিও কন্তে। ডেভিড জাপাকস্তাকে তুলে নিয়ে মাঠে নামান পেদ্রোকে। একই সঙ্গে আলভারো মোরাতাকে তুলে নিয়ে মাঠে নামান অলিভিয়ের জিরুকে। এই জিরুই শেষ পর্যন্ত জোড়া গোল করে চেলসির জয় নিশ্চিত করেন।

Advertisement

খেলার ৭০ মিনিটেই প্রথম গোল করে ব্যবধান কমান অলিভিয়ের জিরু। এর ৫ মিনিট পর দলের হয়ে দ্বিতীয় গোল করেন ইডেন হ্যাজার্ড। এই গোলেই সমতায় ফেরে চেলসি। তিন মিনিট পর আবারও গোল। এবারও গোলদাতা অভিলিয়ের জিরুর। নিজের জোড়া এবং দলের তৃতীয় গোলই নিশ্চিত হয়ে গেলো চেলসির জয়।

এই জয়ের মধ্য দিয়ে ৩৩ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট দাঁড়াল ৬০। তাদের অবস্থান ৫ নম্বরে। ৮৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ম্যানসিটি। ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আইএইচএস/পিআর

Advertisement