দেশজুড়ে

গাইবান্ধায় ট্যাংকলরির চাকায় পিষ্ট হয়ে শ্রমিক নিহত

গাইবান্ধা শহরের ডিবি রোডের কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায়  তেলবোঝাই ট্যাংকলরির চাকায় পিষ্ট হয়ে আজম আলী (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। কাদির অ্যান্ড সন্সের পদ্মা ডাইনামিক ফিলিং স্টেশন সংলগ্ন চত্বরে  সোমবার রাত ৯টার  দিকে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আজম আলী জেলা শহরের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।শ্রমিক নেতৃবৃন্দ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডিবি রোড়ের পদ্মা ডাইনামিক ফিলিং স্টেশনে একটি তেলবোঝাই ট্যাংকলরি পেট্রল আনলোড করছিল। এসময় আজম আলী ট্যাংক লরির পেছনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে চালক ট্যাংকলরি নিয়ে পেছনের দিকে যাচ্ছিলেন। এতে আজম আলী ট্যাংক লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. শামিম রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্যাংকলরি অসাবধানতাবশত নিয়ন্ত্রণহীনভাবে পেছন থেকে ধাক্কা দেওয়ায় আজম আলী চাকায় পিষ্ট হয়ে মারা যান। অমিত দাশ/এমজেড/এমএস

Advertisement