দেশজুড়ে

কোটা পদ্ধতি বাতিল আগামী নির্বাচনের জন্য ইতিবাচক : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, কোটা পদ্ধতি বাতিল করা আগামী নির্বাচনে আওয়ামী লীগের জন্য কোনো ঝুঁকির কারণ হবে না বরং ইতিবাচক হবে। কারণ ওই সব ছাত্রসমাজ যারা কোটা পদ্ধতির বিরুদ্ধে ছিল তাদের সমর্থন সরকারের পক্ষে থাকবে।

Advertisement

শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে পহেলা বৈশাখ উপলক্ষে সুধীজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিএনপির পক্ষ থেকে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড দাবি করা প্রসঙ্গে হানিফ বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। তাই এখনও লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো ব্যত্যয় ঘটেনি।

তিনি আরও বলেন, একটি দলের একেবারে শীর্ষ নেতা যদি দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে কারাগারে থাকেন তবে সেই দলের আর অস্তিত্ব থাকে না। জনগণের সঙ্গে কথা বলার কোনো নৈতিক অধিকার থাকে না। বিএনপি ইতিমধ্যে সেই নৈতিক অধিকার হারিয়েছে।

Advertisement

এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএআর/পিআর