ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৭। স্থানীয় সময় মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানা গেছে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর এনডিটিভির।মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জায়াপুরা থেকে ২৪৭ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটির উত্পত্তি হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫২.৯ কিলোমিটার। ভূমিকম্পের পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে বলে জানিয়েছে এনডিটিভি।এসকেডি/এমএস
Advertisement