দেশজুড়ে

সৌদিতে নিহত রাকিবের পরিবারে চলছে শোক

সৌদি আরবের রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৮ বাংলাদেশির একজন মানিকগঞ্জের রাকিব হোসেন (১৯)।তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্ডপ ইউনিয়নের দূর্গাপুর গ্রামে।

Advertisement

বাবা জয়নাল আবেদীনও প্রায় ১৮ বছর ধরে সৌদিতে থাকেন। রাকিব ১০ মাস আগে সৌদি আরবের রিয়াদে চাকরি নিয়ে যান। বিদেশে যাওয়ার আগে এলাকায় শ্রমিক হিসেবেও কাজ করেছেন রাকিব। কিন্তু সৌদিতে গিয়েও তার কষ্ট যেন শেষ হচ্ছিল না।

রাকিবের মামা মো. জয়নাল জানান, কোম্পানি ৪ মাস নামমাত্র বেতন দিয়েছে রাকিবকে। ৬ মাস ধরে বেতন-ভাতা বন্ধ ছিলো।ফলে চরম কষ্টে দিন কাটছিলো তার। হাত খরচের জন্য দুই দিন আগে বাড়ি থেকে ৪ হাজার টাকাও পাঠানো হয়। দুই ভাই-বোনের মধ্যে রাকিব ছিলেন ছোট।

টিভি চ্যানেলে রাকিবের মৃত্যুর খবর জানার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে মা-বোন আর স্বজনদের আহাজারি চলছে। দুর্ঘটনার খবর শুনে রাকিবের বাবাও ঘটনাস্থলে গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Advertisement

খোরশেদ/এফএ/আরআইপি