খেলাধুলা

সেমিতে আর্সেনালের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ

পয়েন্ট টেবিলের ছয়ে থাকায় এবারও শঙ্কায় রয়েছে আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগে খেলা। তবে আরেকটি সমীকরণে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারে দলটি। ইউরোপা জয়ী দল খেলতে পারে সরাসরি ইউরোপ সেরার লড়াই। সেই লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে দলটি। এরই মধ্যে নিশ্চিত করেছে শেষ চার। তবে ফাইনালে যেতে দলটিকে পাড় হতে হবে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদের বাধা।

Advertisement

শুক্রবার টুর্নামেন্টের ড্র শেষে আর্সেনাল ও অ্যাটলেটিকো মাদ্রিদের সেমিফাইনাল দ্বৈরথ নিশ্চিত হয়েছে। সেমিফাইনালের আরেক ম্যাচে মার্শেই মুখোমুখি হবে রেড বুল সলজবার্গের।

আগামী ২৬ এপ্রিল প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে অ্যাটলেটিকোকে স্বাগত জানাবে আর্সেনাল। একই দিন মার্শেইর মাঠে খেলবে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সলজবার্গ। আর ৩ মে অ্যাটলেটিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে নামবে আর্সেন ওয়েঙ্গারের দল। দিনের অন্য ম্যাচে অস্ট্রিয়ান ক্লাবটি স্বাগত জানাবে ফরাসি ক্লাবকে।

এমআর/আরআইপি

Advertisement