খেলাধুলা

এক দিন পেছালো ক্লাব কাপ হকি

ক্লাব কাপ দিয়ে রোববার শুরু হওয়ার কথা ছিল ঘরোয়া হকি। কিন্তু টুর্নামেন্ট ১ দিন পিছিয়ে দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। সোমবার মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে মৌসুমসূচক এ টুর্নামেন্ট।

Advertisement

প্রিমিয়ার লিগের ক্লাব ১৩ টি হলেও ক্লাব কাপে খেলছে ৬ টি দল। সপ্তাহব্যাপী এ টুর্নামেন্ট শুরু হবে আবাহনী ও বাংলাদেশ পুলিশ হকি ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে। বিকেল ৫ টায় শুরু হবে উদ্বোধনী ম্যাচটি।

এই টুর্নামেন্টের খেলা হবে ফ্লাইড লাইটেও। এই প্রথম ঘরোয়া হকিতে হতে যাচ্ছে ফ্লাড লাইটে। ওই দিন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংস ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব খেলবে রাতের ম্যাচটি।

৬ দল খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে। ‘এ’ গ্রুপে আবাহনী ও পুলিশের সঙ্গে আছে সোনালী ব্যাংক লিমিটেড। ‘বি’ গ্রুপে মেরিনার ইয়াংস ও ভিক্টোরিয়ার সঙ্গে আছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব।

Advertisement

দুই গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে সেমিফাইনালে। ২১ এপ্রিল সেমিফাইনাল ও পরের দিন ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে মৌসুমের প্রথম টুর্নামেন্ট।

আরআই/এমএমআর/পিআর