অভয়নগর নওয়াপাড়ার পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শিমুল হত্যা মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। এতে উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজীসহ বিএনপি জামায়াতের ৯০ জনকে অভিযুক্ত করা হয়েছে। আর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে অব্যাহতি চেয়ে চার্জশিটে আবেদন করা হয়েছে। সোমবার যশোর আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা অভয়নগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম। অব্যাহতি পেয়েছেন, আজিবর রহমান, সাইফুল শিকারি, ফরিদ হোসেন, তরিকুল ইমলাম, এরশাদ আলী ও ফিরোজ হোসেন। জানা গেছে, ২০১৩ সালের ২৭ অক্টোর বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকে সারা দেশের মতো নওয়াপাড়াতেও হরতাল চলছিল। ওই দিন সকালে নওয়াপাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শিমুলসহ তার সঙ্গীয় লিমন, এনামুল, বায়েজিদ ও আরমান তার ব্যবহৃত মাইক্রোবাসে নওয়াপাড়া ফেরিঘাট যাচ্ছিলেন। উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজীর নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। হামলার পর শিমুলসহ সকলেই দৌড়ে পালানোর চেষ্টা করেন। হামলাকারীরা ধাওয়া করে শিমুলসহ অন্যদের বেদম মারপিট করা হয়। বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেন তারা। স্থানীয় লোকজন শিমুলসহ অন্যদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে হত্যার সঙ্গে জড়িত থাকায় ৯০ জনকে অভিযুক্ত এবং ছয়জনকে অব্যাহতি চেয়ে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মিলন রহমান/এমজেড/এমএস
Advertisement