প্রবাস

সিডনির ল্যাকেম্বায় ব্যবসায়ী সমিতির বৈশাখী উৎসব

সম্রাট আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়েছে। তখন প্রত্যেককে চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করতে হত। এরপর দিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন।

Advertisement

এ উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হত। তখন উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয় এবং যার রূপ পরিবর্তন হয়ে বর্তমানে জাতীয় পর্যায়ে এসেছে।

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর এই বৈশাখ ঘিরে তাই বাঙালির প্রস্তুতির কমতি নেই। তেমনি প্রথমবারের মতো সিডনির ল্যাকেম্বায় রেলওয়ে প্যারেডে ব্যবসায়ী সমিতি বৈশাখী উৎসব'র আয়োজন করে আগামী ১৪ এপ্রিল। আর তাদেরকে সহযোগিতা করবেন সাংস্কৃতিক কর্মীরা।

বৈশাখী উৎসব উপলক্ষে আয়োজক কমিটি লাকেম্বায় বনফুল রেস্টুরেন্টে এ সপ্তাহে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

Advertisement

এমআরএম/পিআর